জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
২৪ নভেম্বর ২০২৫ তারিখ, সোমবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। সভাপতিত্ব করেন জনাব ইমতিয়াজ হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, মাগুরা।
সভায় গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি উপস্থাপন করা হয় এবং সেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। প্রধান অতিথি গ্রাম আদালতকে আরও গতিশীল, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।