ঝিনাইদহে বজ্রপাত রোধে তালবীজ রোপন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ঝিনাইদহে বজ্রপাত রোধে তালবীজ রোপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০১৯

এম.এ জলিল,স্টাফ রিপোর্টার,

ঝিনাইদহে বজ্রপাত রোধে সড়কের দু’ধারে তালবীজ রোপনের কর্মসূচি হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের ফারুক হোসেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জামতলা এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এ সময় পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর উদ্যোক্তা ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ৪ শতাধিক তাল বীজ সংগ্রহ করে তাল বীজ রোপন এর কার্যক্রম বাস্তবায়ন করছেন। এ কর্মসূচীর আওতায় পাগলা কানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে তালবীজ রোপন করা হবে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিরূপ আবহাওয়া মোকাবেলায় তালবীজ রোপনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বৃক্ষরোপনে আরো বেশি মনোনিবেশ করার হওয়ার আহবান জানানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

error: Content is protected !!