মাগুরা, ০২ নভেম্বর ২০২৫ (রবিবার) — টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল ৯টায় সিভিল সার্জন অফিসে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন মাগুরা।
আলোচনায় জেলার চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রমের গতি বাড়ানো এবং জনগণকে টিকা গ্রহণে আরও উদ্বুদ্ধ করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “টাইফয়েড নির্মূলের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা যদি আন্তরিকভাবে কাজ করেন, তাহলে এই ক্যাম্পেইন শতভাগ সফল হবে।”
সভায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইপিআই সুপারভাইজার, এবং স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।