বর্ণাঢ্য আয়োজনে ও নানা কর্মসুচীর মধ্য দিয়ে ডুমুরিয়া উপজলার বরাতিয়া মথাডিষ্ট চার্চ গতকাল সামবার সকাল শুভ প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসুচীর অংশ হিসব সকাল ১০টায় অনুষ্ঠিত হয় অতিথিদর আসন গ্রহন ও বাইবল পাঠ। এরপরই আনদঘন পরিবশ শিশু-কিশারদর নিয় কক কাটা ও মনাজ্ঞ নত্য-সাংস্তিক অনুষ্টানর আয়াজন করা হয়। সবশষ দুপুর বলায় মধ্য ও দক্ষীন বাংলাদশ শিশু উনয়ন প্রকল্পর সহায়তায় ২২৮জন শীতার্থ শিশু-কিশারদর মাঝ শীতবস্ত্র ও ১৫ জন মা-নবজাতকক শীত সুরক্ষায় বিভিন সামগ্রী দয়া হয়। এ সময় অতিথিদর মধ্য উপস্তি ছিলন রভাঃ প্যাট্রিক সরকার, পালক যাকাব সরকার, চার্চ ম্যানজার প্রদীপ দাস, এস,সি,এস,এস কা-অডিনটর মিঃ মিলন দাস ও ইউপি সদস্য পলাশ দাস প্রমুখ।