খেলাধুলা বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল"এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার চুকনগরে,
নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে, ১৬ দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।
রবিবার ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় খুলনার নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে,১৬ দলিয় নকআউট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করেন আটলিয়া ইউপি সদস্য এম এ সালাম।
উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, কবির হোসেন ডাবলু,মাস্টার আব্দুল মান্নান বিশ্বাস,মাহাবুর রহমান দফাদার, মোঃ আল আমিন মোড়লসহ হাজারো ফুটবল প্রেমি ও সুধীজনেরা খেলাটি উপভোগ করেন।
নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মনিরুল হাসান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ ও আবুল কালাম আযাদের সার্বিক পরিচালায়, ভদ্রাদিয়া ফুটবল একাদশ বনাম তালা যুব সংঘ ফুটবল একাদশ এ টুর্নামেন্টে অংশ গ্রহন করে।
খেলায় নির্ধারিত সময় শেষে ০—০সমতায় খেলা অমিমাংসিত থেকে যায়। পরে সরাসরি টাইব্রেকারে উভয় দল আটটি করে শর্ট মেরে ১—৩ গোলের ব্যবধানে ভদ্রাদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে
তালা ফুটবল একাদশ।
ম্যাচ পরিচালনা করেন বেল্লাল হোসেন গাজী,
মনিরুজামান মনি ও শামিম হাসান।