রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব উপজেলার পালিবাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এতে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো: সিরাজুল করিম সনু।
মাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক জুম্মা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্রো।
দূর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি বজলুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে দুর্গাপুরেও এই দোয়ার আয়োজন করা হয়।