রাজশাহীর বাঘা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চন্ডিপুর বাজার সংলগ্ন ১ নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর আর্থিক সহযোগিতার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী তাপস কুমার এবং সঞ্চালনায় ছিলেন শ্রী নয়ন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুল ইসলাম (হায়দার মিলিটারী)। প্রধান বক্তা ছিলেন ধীরেন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদ হাসান।
প্রধান অতিথি মোঃ হামিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন আমিনুল ইসলাম মিঠু। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায়। শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা জোরদার করে।
তথ্যসূত্রে জানা গেছে, বাঘার ৪১টি মন্দিরে প্রতিটিতে ২,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ ধরনের পদক্ষেপ আগামী প্রজন্মের কাছে সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।