দুর্নীতিবাজ কখনো দুর্নীতি বন্ধ করতে পারবে না, চাঁদাবাজ কখনো চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, মাদক ব্যবসায়ী কখনো মাদক ব্যবসা বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত মনোনীত ঢাকা- ৩ আসনের প্রার্থী কর্নেল আব্দুল হক।
আজ শুক্রবার ৩০ জানুয়ারি সকালে কালিন্দী ইউনিয়নে আশরাফুল মাদারিস মুসলিমাদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-২ আসনে দাড়িপাল্লার প্রার্থী কর্নেল আব্দুল হক প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন
জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য জোট ছাড়া অন্য কেউ দুর্নীতিবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসা বন্ধ করতে পারবে না ১০০% গ্যারান্টি দিয়ে বলছি। তাই সবাইকে আগামী ১২ তারিখ ত্রয় দাস জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলেই দেশ নিরাপদ হবে। অন্যথায় দেশ আবার মাফিয়া লুটেরাদের হাতে চলে যাবে।
এ সময় আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হোসেন, ডাক্তার এমাদুল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল কাদের।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিল কেরানীগঞ্জ মডেল পূর্ব থানা কর্ম পরিষদ সদস্য,, কালিন্দী পশ্চিম ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সমাবেশ শেষে দাঁড়িপাল্লার মিছিল নিয়ে কালিন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।