দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। তথ্যসূত্র কালবেলা।
দুদকের মামলায় অভিযোগ, দায়িত্বে থাকা অবস্থায় তিনি প্রায় আড়াই হাজার বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন দিয়েছেন। এসব রেজিস্ট্রেশনের মাধ্যমে বড় অঙ্কের অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
আদালতের আদেশের পর পুলিশ প্রহরায় তাঁকে কারাগারে নেওয়ার সময় ঘটে আরেকটি বিতর্কিত ঘটনা। ছবি তুলতে গেলে আদালত চত্বরে এক ফটো সাংবাদিককে লাথি মারেন অভিযুক্ত শাহ আলম। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু আইন লঙ্ঘন নয়, বিচারপ্রক্রিয়া ও সাংবাদিকতার স্বাধীনতার প্রতিও হুমকি—এমন মন্তব্য করেছেন অনেকে।
ভুয়া রেজিস্ট্রেশন, দুর্নীতি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।