মহম্মদপুর উপজেলা বিনোদপুর ইউনিয়ন এর খালিয়া গ্রামের আসহায় প্রতিবন্ধী ইলিয়াস অবশেষে পেলেন ঘড়। 'প্রতিবন্ধী ইলিয়াসের নেই মাথা গোঁজার ঠাঁই’ শিরোনামে একটি খবর দৈনিক মাগুরার কথা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
অসহায় এই প্রতিবন্ধী ইলিয়াসের করুন কাহিনি কথা শুনে ব্যক্তিগত উদ্যোগে একটি ঘড় একটি টিউবওয়েল ও একটি বাথরুম নির্মাণ করে দিয়েছেন মোঃ জুলহাস উদ্দিন সহ দেশে এবং প্রবাসের ব্সবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যাক্তী। খালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, থাকার নতুন ঘড় পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী ইলিয়াস।প্রতিবন্ধী ইলিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শীতে ও ঝড়বাদলে অনেক কষ্ট করেছি বউ ছেলে মেয়েকে নিয়ে এবং রাতে ঠিক মতো ঘুমাইতে পারিনাই।
মোঃ জুলহাস উদ্দিন বলেন, নিতান্ত মানবিক কারণেই এই অসহায় প্রতিবন্ধী মানুষটাকে থাকার ঘড় করে দিয়েছি।
বিত্তবানদের সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত।