দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রুপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার আশিষ সাহার আজ জন্মদিন ।
দৈনিক মাগুরার কথা নিউজ পোর্টালের সম্পাদক, দৈনিক ঢাকার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার আশিষ কুমার সাহার জন্মদিন আজ। সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন তিনি।
মাগুরা ও দেশের বিভিন্ন অঞ্চলে ঘটমান সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে তিনি সবসময় মাঠপর্যায়ে পরিশ্রম করে থাকেন। বিশেষ করে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক বিষয়গুলো তুলে ধরতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে।
জন্মদিন উপলক্ষে পরিবার, সহকর্মী, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।