নওগাঁয় বিভাগীয় ইলেকট্রিশিয়ানদের আলোচনা সভা ও কমিটি গঠন – magurarkotha.com

নওগাঁয় বিভাগীয় ইলেকট্রিশিয়ানদের আলোচনা সভা ও কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৫

পেশাগত অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হলো রাজশাহী বিভাগের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

আজ শনিবার নওগাঁ কনভেনশন সেন্টারে শুরু হওয়া এ আয়োজনে সভার পাশাপাশি কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে অনুমোদিত বিপুল সংখ্যক ভিলেজ ইলেকট্রিশিয়ান এই বিভাগীয় আয়োজনে অংশ নেন। তাদের অভিজ্ঞতা বিনিময় এবং পেশার মানোন্নয়ন ছিল সভার মূল আলোচ্য বিষয়।

আলোচনা সভার আহ্বায়কের দায়িত্ব পালন করেন নাটোর–২ এর ভিলেজ ইলেকট্রিশিয়ান মো. আব্দুল কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সভাপতি মো. শহীদ শাহজামান। সভার সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের বিভাগীয় সমাবেশ ইলেকট্রিশিয়ানদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং একইসাথে সকল জেলা ইউনিটের মধ্যে সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এই আয়োজনের মাধ্যমে পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!