জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানিয়েছেন তিস্তা পাড়ে মানুষ। এ দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টায় তিস্তা নদীর দুই পাড়ের এক যোগে মশাল মিছিলের কর্মসূচি পালন করছে তারা।
তিস্তা নদী রক্ষার আন্দোলন এর ব্যানারে আয়োজিত এ কম সূচিতে উত্তর অঞ্চলের পাঁচ জেলা ----লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী, রংপুর ও গাইবান্ধার তিস্তার দুই পাড়ে হাজার হাজার মানুষ অংশ নেন। অংশ গ্রহণ কারীদের হাতে মশাল তুলে একসুরে স্লোগান দেন --- জাগো বাহে, তিস্তা বাঁচাই।
তিস্তার পাড়ে সাধারণ মানুষের অভিযোগ বর্ষাকালে ঘন ঘন বন্যা ভয়াবহ নদী ভাঙ্গন এবং মৌসুমে পানির সংকটে ফসল উৎপাদনে বাঁধা এই তিন দুর্যোগের কারণে তিস্তা পাড়ের হাজার মানুষের নিত্যদিনের বাস্তবতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিস্তা নদীর উপর নির্ভর শীল ।
তিস্তা নদীর ন্যায় পানিবন্টন মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলতি বছরেও একাধিক কর্মসূচি পালন করছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন।
১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তার দুই তীরে পাঁচ জেলার ১১ টি পয়েন্টে একযোগে অবস্থান পালন করেন লাক্ষ মানুষ।
৫ অক্টোবর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা কাছে সাক্ষরলিপি পাঠানো হয়। ৯ অক্টোবরের উপজেলার শহর গুলোতে গণমিছিল অনুষ্ঠিত হয় । সূত্রে জানা যায় যে গত ৬ ফেব্রুয়ারি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরের কাউনিয়া তিস্তা পাড়ে গণসুনানিতে অংশ নিয়ে দূরত্ব প্রকল্পের কাজ শুরু প্রতিশ্রুতি দেন পরে তিনি জানান ২০২৬ সালের জানুয়ারিতে তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু হবে। ১৩ বছরের মেয়াদের দুই ধাপে এই প্রকল্পের ব্যয় ভরা হয়েছে ১২, ০০০ কোটি টাকা এর মধ্যে প্রথম ধাপে পাঁচ বছরের নয় হাজার ৯.১৫০ কোটি টাকা ব্যয় হবে। যার মধ্যে থেকে মধ্যে থেকে চীন থেকে ঋণ নেওয়া হবে ৬ হাজার ৭৩৩ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৪৫০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
তিস্তা নদী রক্ষার আন্দোলনে প্রধান সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন সরকার যদি নির্বাচনের তফসিল ার আগে নিজস্ব অর্থায়নে তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু না করে তবে তিস্তা পাড়ের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন সরকার তো ইতিমধ্যে প্রথম ধাপের জন্য ২,৪৫০ কোটি টাকার কোটি টাকা বরাদ্দ দিয়েছে এখন সময় এসেছে কথা নয় কাজ শুরুর।