নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ,পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড – magurarkotha.com

নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ,পিতার অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫

লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পিতা দায়ের করা অভিযোগে ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিয়া এ দন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রহমত আলী (২৫ ) তিনি সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গুড্ডিমারী এলাকার আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানান ,মঙ্গলবার রাতে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় রহমত আলী খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকালে তার বাবা আমিনুল ইসলাম (ইউ এন ওর) কাছে লিখিত অভিযোগ করেন

অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপুরে রহমতকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
আদালতে উপস্থিত হয়ে নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন রহমত আলী। পরে আদালত তাহাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী জানান, দণ্ডপ্রাপ্ত যুবকে জেল হাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!