কনকনে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবনে স্বস্তির পরশ নিয়ে মথুরা মারকাযুল হুদা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে রাজশাহীর পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন উদ্যোগে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার সকালে রাজশাহী জেলার পবা থানা এলাকার মথুরা অবস্থিত মারকাজুল হুদা মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে শীতার্ত শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের
উপদেষ্টা মোঃ ইকরামুল হক।
এমতাবস্থায় উপস্থিত ছিলেন উক্ত এসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। নির্বাহী সদস্য সোহানুর রহমান সবুজ। ও মোঃ মাহমুদুর রহমান সবুজ। মোঃ রেজাউল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক হাফেজ, মাওলানা, মুফতি কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শীতের মৌসুমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। কম্বল পেয়ে শিক্ষার্থীরা শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পাবে এবং মনোযোগ ধরে রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এ উদ্যোগের জন্য তিনি পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল পেয়ে শিক্ষার্থীদের মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তারা জানায়, শীতের রাতে ঘুমাতে কষ্ট হতো, এখন কিছুটা আরাম পাওয়া যাবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।