প্রতিবন্ধী জসিমের কাঁচামালের দোকানে ইউএনও দবির উদ্দিন
ফরিদপুরের নগরকান্দায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। তিনি নিজেই ছুটে গেছেন কাঁচামাল ব্যবসায়ী ও শারীরিক প্রতিবন্ধী জসিমের কাছে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পৌঁছে দিতে।
জানা গেছে, জসিমের দুই হাত নেই। কিন্তু তাতে থেমে নেই তার জীবন সংগ্রাম। পা দিয়েই লিখে তিনি এগিয়ে যাচ্ছেন শিক্ষার আলোয়। বর্তমানে তিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
এনআইডি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে জসিম বলেন, আজ আমার কাছে ঈদের আনন্দ মনে হচ্ছে। আমার দুই হাত নেই—তাতে কী হয়েছে! আমিও পা দিয়ে লিখে সারা বিশ্বকে দেখাতে চাই, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নয়।”
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও প্রশংসার জোয়ার বইছে। ইউএনও দবির উদ্দিন বলেন, প্রতিবন্ধকতা কারও স্বপ্ন থামাতে পারে না। জসিম তার উদাহরণ। তার মতো তরুণদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”