লক্ষ্মীপুর সদর উপজেলার (বাগবাড়ী) এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। এসময় নিয়মিত গাঁজা/ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় আটক হওয়ায় ব্যক্তিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছে।
যারা দণ্ডিত হলেন, নজরুল ইসলাম, পিতা- মৃত লোকমান মিয়া, বাঞ্চানগর, ১নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা, ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪৮০ টাকা অর্থদন্ড করা হয়।
মাদক বিক্রয় ও ইয়াবা সংরক্ষণ করায় পৌর ১নং ওয়ার্ডের আনোয়ারুল হক মাষ্টার বাড়ির মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রবিনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
পৌর ১নং ওয়ার্ডের মানজুর কাদেরর ছেলে ফজলুল কাদের চৌধুরীকে ১দিনের
বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দিয়েছে।
পৌর ২নং ওয়ার্ডের লুৎফুর রহমানের ছেলে মোঃ মিলনকে ০৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে।
পৌর ২নং ওয়ার্ড বাঞ্চানগরের আবুল কাশেমের ছেলে মোরশেদ আলম নিশাদকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ ( দুই হাজার) টাকা অর্থদণ্ড।
পৌর ১নং ওয়ার্ড বাঞ্চানগরের মৃত লোকমান মিয়ার ছেলে নজরুল ইসলাম কে ০৩ মাসের কারাদণ্ড ও ৪৮০ ( চারশত আশি ) টাকা অর্থদণ্ড। এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য সেবন ও বিক্রয়তাদের বিরুদ্ধে অভিযান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খাঁন জানান, রবিনের নিয়মিত মামলার কাজ পক্রিয়াধীন আছে। গাঁজা ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম পাওয়া গিয়েছে। উক্ত আসামী পলাতক। তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলা পরিষদের সামনে একজন মাদক বিক্রয়তা ও মাদক সেবন আলামত পাওয়া যায় এবং তিনি স্বীকার করেছেন।আগেও বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকি। জনস্বার্থে এই মাদক অভিযান অব্যাহত থাকবে।