ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে এক বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) সকালে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ফরিদপুরের জনতার মোড়ে এসে এক বিশাল জনসভায় রূপান্তরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব নায়াব ইউসুফ।
এসময় তিনি বলেন, “৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক, যা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।”
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এক গৌরবময় অধ্যায়। তাঁরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।