ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের একজন ঢাকার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহার ছোট খালু, বিশিষ্ট ব্যবসায়ী মধু সাহা (৫২)।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কাদিরদি কানফরদি এলাকায়।
নিহত মধু সাহা বোয়ালমারী উপজেলার সাঁতৈর শেলাহাটি গ্রামের মৃত বাবু যুগোল সাহার পুত্র। অপর নিহত ব্যক্তি হলেন নারান সাহা, তিনি সাঁতৈর বড়নগর গ্রামের মৃত অখিল সাহার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন —
১. সঞ্জয় বণিক, শেলাহাটি গ্রামের মৃত দুলাল মল্লিকের পুত্র
২. নেপাল সাহা, ঘোষপুর গ্রামের শুশিল সাহার পুত্র
অন্য দুই আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাঁতৈর বাজার এলাকা থেকে নামযজ্ঞ শ্রবণ অনুষ্ঠানে যোগ দিতে একটি ভ্যানে ছয়জন রওনা দেন। পথিমধ্যে কাদিরদি কানফরদি এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি ট্রাকের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং চারজন গুরুতর আহত হন।
আহতদের গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।