আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
মাস্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন ।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ফরিদপুর পুলিশ লাইনস্ এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ রেজওয়ান দিপু, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর ও জনাব মোঃ আজম খান, সহাকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।