ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে দলমত নির্বিশেষে আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জড়ো হতে থাকেন।
বিক্ষোভকারীরা “ফরিদপুর বিভাগ চাই, স্লোগানে মুখর হয়ে ওঠেন। তারা বলেন, ফরিদপুর বিভাগ গঠনের ঘোষণা দেওয়া হলেও এখনো বাস্তবায়নের কোনো পদক্ষেপ না নেওয়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর, স্বপ্নের বিভাগ বাস্তবায়ন না হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। দ্রুত ফরিদপুর বিভাগ গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত সাধারণ নাগরিকরা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের বিকল্প নেই। তারা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শেষে বিক্ষোভকারীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।