রাজশাহী মোহনপুর উপজেলার নবগঠিত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর নেতৃবৃন্দের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমেটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা এ্যাড.সফিকুল হক মিলনের সাথে তাঁর জিন্নানগর রাজশাহীর বাসভবনে গত ৮ নভেম্বর শনিবার বলা ১০ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাকশিস নেতৃবৃন্দ সফিকুল হক মিলন কে নব গঠিত কমেটির (বাকশিস) তালিকা ও সম্মাননা স্মারক প্রদান করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, মাহবুব আর রশিদ , অধ্যাপক কাজিম উদ্দীন সরকার, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক মোহনপুর উপজেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বাকশিস এর সভাপতি অধ্যাপক শাহ আলম, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক এমরান পারভেজ, সহ সভাপতি অধ্যাপক, বাবুল আক্তার, অধ্যাপক হুমায়ন কবির পরশ, অধ্যাপক এস এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক, খুশবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকার, প্রভাষক জিল্লুর রহমান মিঠু, সহ সম্পাদক অধ্যাপক মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক আবু মুসা, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক রয়েল হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক তাছের উদ্দিন মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক আকবর আলী মৃধা, তথ্য প্রযুক্তি সম্পাদক সহকারী অধ্যাপক আতাউর রহমান বাবু, দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ দপ্তর সম্পাদক সেলিম রেজা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা খাতুন সহ প্রায় চল্লিশ জন শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাকশিস শিক্ষকগনের উপস্থিতিতে শফিকুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আর আপনারা হলেন জাতির পথ প্রদর্শক ,বিগত ফেসিস্ট সরকার শিক্ষকদের ন্যার্য অধিকার ও সম্মান টুকু দেয়নি বরং তাদের হিনো সার্থে এবং কু কর্মে শিক্ষকদের ব্যবহার করত । আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেয়া হবে।