রাজশাহীর বাঘায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার।
সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি, মোঃ সুরুজ আলী, বাঘা থানা জামায়াতের আমির মোঃ আব্দুল আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব কুমারসহ উপজেলার ৪৬টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।