রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে অস্বাস্থ্যকর ও রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুই কারখানা মালিককে মোট ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন। এসময় পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করতে সাথে ছিল।
অভিযান চলাকালে মোঃ পাঞ্জা আলী ও মোহাম্মদ আলম আলীর বাড়িতে স্থাপিত কারখানায় তল্লাশি চালিয়ে গুড় তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ ক্ষতিকর দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে চিনি ও পাথুরে চুন,হাইড্রোস,ফিটকিরি ও বিভিন্ন রাসায়নিক অপদ্রব্য।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব উপাদান ব্যবহার করায় অভিযুক্ত দুই মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসাথে জনস্বার্থ বিবেচনায় কারখানাগুলো সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
গুড় উৎপাদনে এসব রাসায়নিকের ব্যবহার নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গুরুতর অপরাধ। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।" — বিপুল বিশ্বাস, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভেজাল গুড়ের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষ মনে করছেন, নিয়মিত এমন তদারকি চললে খাদ্যপণ্যে ভেজাল কমবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।