মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ফরিদপুরে সদরপুরে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সার্ভিস বুক জালিয়াতি সহ অন্যান্ন দুনীতির অভিযোগ বাঘায় মন্দিরের দোহাই দিয়ে ব্যক্তি মালিকানা জমি দখলের অভিযোগ  মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন! বাঘায় ২য় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ভাতুড়িয়া মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ শূন্য—চরম ভোগান্তিতে জনসাধারণ পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন রাজশাহীতে কোচিং বাণিজ্য সিন্ডিকেটের খপ্পরে অসহায় অভিভাবকবৃন্দ জলিল বিশ্বাস পয়েন্ট ব্যবসায়ী ঐক্য ফোরামেের নবনির্বাচিত কমিটির সভা দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত মহম্মদপুরে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা অনুষ্ঠিত বছরের পর বছর পদোন্নতি বঞ্চনায় ক্ষোভ: লালমনিরহাটে প্রভাষকদের ‘No Promotion, No Work’ কর্মসূচিতে উত্তাল শিক্ষা ক্যাডার রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত চিকিৎসায় আস্থা ও আধুনিকতার মেলবন্ধন ‘লাইফ সাইন হাসপাতাল’-এর শুভ উদ্বোধন জামায়াতের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাইনা : টিপু মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সংসদ নির্বাচনে উত্তর হামছাদীতে পস্ততি সভা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আশঙ্কা মুক্ত সিসিইউ তে পর্যবেক্ষণে আছেন জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫ অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বাঘায় মন্দিরের দোহাই দিয়ে ব্যক্তি মালিকানা জমি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি / ৩৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ

রাজশাহীর বাঘায় মন্দিরের নামে নারায়ন ভৌমিক নামের এক ব্যক্তির নিজ নামিয় ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। বাউসা ইউনিয়নের বেণুপুর গ্রামের নারায়ণ ভৌমিকের ক্রয়কৃত নিজ নামিয় সম্পত্তি বেণুপুর সার্বজনীন দূর্গা মন্দিরের দোহাই দিয়ে জমির পূর্বের মালিকের বংশধররা দখল করেছে বলে জানা যায়।

জানা যায়, নারায়ণ চন্দ্র ভৌমিক ১৯৯২ সালের ২৩ জানুয়ারি শ্রী খগেন্দ্র নাথের কাছ থেকে তার রেকর্ডী সম্পত্তির ২৫ দাগের কাতে ১২ শতক জমি ক্রয় করেন। তৎকালীন সময় থেকেই উক্ত জমি

৯২৩৩ দাগে ১২ শতক জমি

ভোগদখলে রয়েছেন যা দলিলে উল্লেখ রয়েছে।

প্রায় ৩৩ বছর পরে গত ৩০ জুন ২০২৩ তারিখে শুবোধ কুমার, শুবল কুমার উভয়ের পিতা দেবেন্দ্রনাথ প্রাঃ, প্রভাত কুমার, প্রবোধ প্রাং উভয়ের পিতা শ্রী চরণ, সোমেন কুমার পিতা সত্যেন্দ্রনাথ প্রাং উক্ত জমি থেকে ১টি মেহগনির গাছ কাটে নেয় এবং ঐ সম্পত্তির উপর একটি ঘর তৈরি করেন। এ ঘটনায় জমির ক্রয়কৃত মালিক নারায়ণ চন্দ্র  ভৌমিক প্রথমে থানায় এবং পরে রাজশাহীর আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী নারায়ণ চন্দ্র  ভৌমিক বলেন, গত ২০২৩ সাল  থেকে মৃত শ্রী চরনের ওয়ারিশ প্রভাত কুমার, প্রবোধ কুমার ও  দেবনন্দ্রাথের ওয়ারিশ সুভ্রত কুমার ও সুবল কুমার এবং সত্যেন্দ্রনাথের ওয়ারিশ সোমেন কুমার আমার নিজ নামিয় ক্রয়কৃত সম্পত্তিতে হস্তক্ষেপ করে দখলের চেষ্টা করেন। আমি নিরুপায় হয়ে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করি, এর পরে ৩১/১০/২০২৪ ইং তারিখে আদালত ১৪৪ ধারা বলবৎ করেন। কিন্তুু তারা  আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে আমার নালিশী জমিতে অনধিকার প্রবেশ করে একটি বড় ফজলী আমগাছ ও বাঁশঝাড় থেকে ১শ টি বাঁশ কেটে নিয়ে যায়। আনুমানিক গাছের মূল্য ৩০ হাজার টাকা এবং বাঁশের মূল্য ২৫ হাজার টাকা। বিষয়টি জানতে পেরে আমি তাদের নিষেধ করলে তারা আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

গত ১০/০১/২০২৪ ইং তারিখে

তৎকালীন বাঘা উপজেলার ভূমি কর্মকর্তা জুয়েল আহমেদ রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে

সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পান। সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করেন এবং উক্ত জমি বাদীর ভোগ দখলে আছে মর্মে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।

সর্বশেষ গত দূর্গা পূজার পূর্ববর্তী সময়ে উক্ত জমিতে থাকা পুকুর থেকে প্রায় লক্ষাধীক টাকার মাছ মেরে নেয় বলে অভিযোগ করেন নারায়ন চন্দ্র ভৌমিক। এছাড়াও সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও বাদী নারায়ণ চন্দ্র ভৌমিক জানান। এছাড়াও ২০২২ সালে উক্ত জমির বাটোয়ারা মামলা রয়েছে।  যার মামলা নং- ৪৯৪।

এ বিষয়ে সাবেক বেনুপুর সার্বজনীন দূর্গা মন্দিরের সাবেক সভাপতি শুভোদ বলেন, এই ঘটনার আমি কোন ভাবেই জড়িত নই। মন্দিরের উন্নয়নে নারায়ন চন্দ্র  ভৌমিকের যথেষ্ট অবদান রয়েছে। মন্দিরের জমি কম থাকায় পূজা উদযাপনের জন্য তার জমি নির্বিঘ্নে  ব্যাবহার করা হয়। বিকাশ যে দাবি করেছেন তা অন্যায্য। ওই জমি থেকে গাছ ও বাঁশ কাটা এবং  পুকুরে মাছ মারা ঠিক হয়নি। এ ঘটনায় আমার কোন ভূমিকা না থাকলেও মামলায় আমাকে আসামী করা হয় যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে শ্রী বিকাশের কাছে জানতে চাইলে তিনি জমির বিষয়টি আমার কাকা প্রবোধ কুমার ভালো জানেন বলে

এড়িয়ে যান। তবে বর্তমানে ওই জমির সীমানা সম্পর্কে বলেন, সম্প্রতি বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে একটি শালিস অনুষ্ঠিত হয়। উক্ত শালিসে নারায়ন ভৌমিক উপস্থিত না হওয়ায় একপাক্ষিক রায় ঘোষণা করেন এবং সীমানা নির্ধারণ করেন। যেখানে একটি সিমেন্টের তৈরি পিলার ও সাইনবোর্ড দেওয়া আছে।

ঘটনার বিষয় স্বিকার করে প্রবোধ বলেন, তারা বিনা কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এছাড়াও এ মামলার কারণে আমাদের সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তাই কিছু লোকজন ক্ষিপ্ত হয়ে ওই জমি দখল, গাছ ও বাঁশ কাটা এবং মাছ মারার ঘটনা ঘটিয়েছে।

 

এ ঘটনায় আদালতে বাটোয়ারা মামলা সহ একাধিক মামলা চলমান রয়েছে। তারপরও কিভাবে করা হয় শালিস তা নিয়ে প্রশ্ন  রয়েছে জনমনে। এ দিকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দেওয়ায়  নারায়ন চন্দ্র ভৌমিক বাঘা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

শালিসের ব্যাপারে বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, আমি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সহ এলাকার অনেক গণ্যমাণ্য ব্যক্তি ওই শালিশে উপস্থিত ছিলাম, সেই শালিশে নারায়ণ চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলো না। সীমানা নির্ধারণের বিষয়ে জানা নেই আমরা জমি মাপার পরে সেখানে উপস্থিত হই। তবে কাগজপত্র দেখে যা বুজলাম তাতে মন্দিরের ওই জমি থেকে ১২ শতক জমি নারায়ন চন্দ্র ভৌমিক পাবেন না। কারণ তিনি ২৫টি দাগের কাতে ১২ শতক জমি ক্রয় করেন। নারায়ন চন্দ্র ভৌমিক ওই দাগ থেকে যৎসামান্য জমি পাবেন।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান  বলেন, উক্ত জমি দিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে, সম্প্রতি তাকে এক পক্ষ হুমকি দেওয়ায় থানায় একটি জিডি করেছেন, তবে আমরা উভয়ের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করছি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!