সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রাণ কোম্পানির মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা ডিলার সমিতি।
বুধবার (২৪ ডিসেম্বর) একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনটিকে ‘উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক লিখিত বিবৃতিতে চৌহালী উপজেলা ডিলার সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রাণ কোম্পানির পরিবেশক মো. আরিফুল ইসলাম এই প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে আরিফুল ইসলাম বলেন, "সংবাদে যাদের বরাত দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেদক মনগড়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন, যার কোনো বাস্তব ভিত্তি নেই।"
সংবাদে অভিযোগ করা হয়েছিল যে, আরিফুল ইসলাম, শরীফুল ইসলাম, ইউসুফ আলী, লতিফ ও মনিরুল ইসলামের যোগসাজশে নাগরপুরের ডিএসআর আরিফের গাড়ি রোধ করে মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগকে ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে দাবি করেছেন চৌহালীর ডিলাররা।
ডিলার সমিতির সাংগঠনিক সম্পাদক জানান, মূলত নাগরপুরের ডিলাররা কোম্পানির নিয়ম বহির্ভূতভাবে চৌহালী সীমানায় ঢুকে জোরপূর্বক মালামাল সরবরাহ করছেন। এই অনিয়মের প্রতিবাদ করলে নাগরপুরের ডিলার ও প্রতিনিধিরা উল্টো চৌহালীর ডিলারদের ওপর আক্রমণ করেন। পরবর্তীতে নাগরপুরে গিয়ে মিথ্যা মানববন্ধন করে শাস্তি দাবি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।
আরিফুল ইসলাম আরও বলেন, "আমাদের এলাকায় অবৈধভাবে মালামাল সরবরাহের প্রতিবাদ করায় তারা আমাদের হুমকি দিয়ে চলে যায়। মারপিট বা টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। এর আগেও ফ্রুটো গ্রুপের নাসিরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন নাগরপুরের বিক্রয় প্রতিনিধিরা।"
বিবৃতিতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়ে বলা হয়, প্রতিবেদন প্রকাশের আগে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা একপেশে সাংবাদিকতার শামিল।
ডিলার আরিফুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, "সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করবেন।
নিবেদন, ডিলার সমিতির, চৌহালী, সিরাজগঞ্জ।