ভোটার সচেতনতা বাড়াতে মোহনপুরে প্রশাসনের মিনি ম্যারাথন – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

ভোটার সচেতনতা বাড়াতে মোহনপুরে প্রশাসনের মিনি ম্যারাথন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬

রাজশাহীর মোহনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিনি ম্যারাথন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোড় প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ম্যারাথনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আকতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, সিনিয়র মৎস কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

error: Content is protected !!