চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাকারবারীরা নানান কৌশল ও রুট পরিবর্তন করে চোরাচালানের অপচেষ্টা চালালেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তা কঠোরভাবে প্রতিহত করে চলেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) মধ্যরাত আনুমানিক ৩টা ০০ মিনিটে ৫৯ বিজিবি’র অধীন চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক একটি মাঠে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ Eskuf DX উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার ৩২১ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“জাতির বৃহত্তর স্বার্থ ও যুবসমাজকে রক্ষায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”