মহম্মদপুরের বিনোদপুর রাধাগোবিন্দ মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাদুরতলা ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ পূজায় ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৮০–৯০ হাজার টাকা বলে ধারণা করা হলেও পরবর্তীতে মন্দিরের সেবায়েত জানান, মন্দিরে থাকা অনেক দামি জিনিসপত্র, ঠাকুরের গায়ের স্বর্ণালংকার এবং পূজার ব্যবহৃত কাসা-পিতলের বেশ কিছু সামগ্রীও উধাও। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সকালে পূজা দিতে এসে সেবায়েত ও এলাকাবাসী গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে মন্দিরের ভেতরে ঢুকে তছনছ অবস্থায় চুরির বিভিন্ন আলামত চোখে পড়ে। দানবাক্সের টাকা, পূজার সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে বিষয়টি মহম্মদপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন চালিয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।