মহম্মদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত – magurarkotha.com

মহম্মদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২১

“ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন মহম্মদপুর, এর আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২-১২-২০২১ তাং রোজ রবিবার মহম্মদপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়। সকাল ৮.৩০ টায় উপজেলা পরিষস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১-এর সূচনা করা হয়। অতঃপর র‍্যালি অনুষ্ঠিত হয় এবং বেলা ১১.০০ টায় মূল অনুষ্ঠান সম্প্রচার ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোছা: বেবী নাজনিন, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য। আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম/২য়/৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।

error: Content is protected !!