মহম্মদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত
বাঁধন সরকার- মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাগুরা
মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে বজলুর রহমান (৬২) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি মহম্মদপুর সদর হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘হালিমা ফার্মেসী’র মালিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বজলুর রহমান নিজস্ব মোটরসাইকেল যোগে ঝামা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হরেকৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইট বোঝাই নসিমনের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।