মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা শীরগ্রাম এলাকা থেকে যৌন উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। সোমবাার রাতে আটক করে মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সুত্রে জানা যায়, শনিবার দীঘা ইউনিয়নের সোনাপুর গ্রামে ৪৫ বছর বয়সী এক নারী তার মেয়ে ও ৫দিন বয়সি নাতনিকে নিয়ে রাতে ঘুমিয়ে ছিল।
ঐ নারীর স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী বিলঝলমল গ্রামেরে মৃত কবির মোল্যার ছেলে সামাদ মোল্যা ফজরের আজানের সময় বাড়ির উপর এসে দাড়িয়ে থাকে। যৌন উত্ত্যক্তের স্বীকার ওই নারী ঘর থেকে বের হয়ে টিউবয়েলের নিকট গেলে পেছন থেকে এসে সামাদ তাকে যৌন উত্ত্যক্ত করতে থাকে। ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে লম্পট সামাদ মোল্যা পালিয়ে যায়। দীর্ঘদিন যাবৎ সামাদ তাকে যৌন উত্ত্যক্ত করে আসছিল বলে জানা গেছে।
ঘটনার পরে মহম্মদপুর থানায় ভুক্তভোগী নারী সামাদ মোল্যার নামে মামলা করলে তাকে আটক করে পুলিশ।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় সামাদ মোল্যা কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।