মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত – magurarkotha.com

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬

মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আজ ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের রাজস্ব সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, প্রতিবন্ধী, বয়স্ক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বক্তারা সমাজসেবার মাধ্যমে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

error: Content is protected !!