মাগুরায় নতুন বছরের বই বিতরণ, শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ
মাগুরা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মাগুরা জেলায়ও শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়ার মাধ্যমে উদযাপিত হয়েছে নতুন বই উৎসব। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। বিদ্যালয় প্রাঙ্গণগুলো রঙিন সাজে সজ্জিত করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বই বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এসময় বিদ্যালয়গুলোতে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কাজ করছে। নতুন বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে আরও একধাপ এগিয়ে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষকরা জানান, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা সম্ভব হবে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নতুন বই বিতরণ কার্যক্রম ঘিরে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী ছিল আনন্দঘন পরিবেশ, যা শিক্ষার্থীদের নতুন বছরে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।