১৫ নভেম্বর ২০২৫ তারিখ, শনিবার সকাল ৯.৩০টায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তুলুন।”
মাগুরা ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যসেবাকর্মী এবং সাধারণ অংশগ্রহণকারীরা র্যালিতে যোগ দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যে, ডায়াবেটিস প্রতিরোধে কর্মস্থলভিত্তিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সুষম আহার, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল উপায়।
অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ কর্মস্থলে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।