১৫ অক্টোবর ২০২৫ খ্রি. বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসকসহ সমাজসেবা বিভাগ, প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল — “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয় এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলকে নিরাপদ ও আত্মবিশ্বাসী করবে।" এসময় তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সামাজিকভাবে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরার যৌথ আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।