মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কৃষি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (ফসল) কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে মোট ৫ হাজার ৬৯৫ জন কৃষকের মাঝে সরিষা, মসুর, গম, পেঁয়াজ, মুগ ও খেসারী ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়।