মাগুরার মহম্মদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু! – magurarkotha.com

মাগুরার মহম্মদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১২, ২০২৪

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ মেলার প্রথমদিন শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর পৌষের এইদিনে বড়রিয়া গ্রামে এ মেলা বসে। মেলা কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। এবারও বিপুল মানুষের সমাগম হয়েছে।

মেলায় এ বছর মিষ্টি, মাছ, মাংস, মনোহরি, পুতুল, নানা রকমের খেলনা, বিভিন্ন রাইডসহ ছয় শতাধিক দোকান এসেছে। মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে নানা ধরনের তৈজসপত্র নিয়ে দোকানিরা মেলায় এসেছেন।

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায় , আনুমানিক ১৩৫ বছর আগে তাদের পূর্বপুরুষগন এখানে ঘোড়দৌড় ও মেলার আয়োজন করেন। প্রথম অবস্থায় গ্রামের রাস্তায়ই ঘোড়দৌড় শুরু হয়। পরবর্তীসময়ে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে গেলে গ্রামের মাঠে ঘোড়দৌড় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আশপাশের প্রতিটি গ্রামের মানুষ মেলাটিকে নিজের করে নেওয়াতে বর্তমানে মেলার কলেবর আরও বেড়েছে।

error: Content is protected !!