মাগুরায় বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খাঁন এর পক্ষে
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজারে পৌর বিএনপি’র উদ্যোগে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন এর পক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ফেব্রুয়ারি ২৬-এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন চূড়ান্ত করেছে। তারই ধারাবাহিকতায় মাগুরা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোয়ার হোসেন খাঁনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ইছাখাদা বাজারে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণে অংশ নেন পৌর বিএনপি’র সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সাংগঠনিক সম্পাদক উৎপল কাজী, জেলা বিএনপি’র সদস্য নাজমুল হাসান লিটন, বিএনপি নেতা শহিদুল, সাবেক সদর থানা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন, কৃষক দলের নেতা ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।