
মাগুরায় শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
লেনিন জাফর,স্টাফ রিপোর্টার//
মাগুরার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ২৭ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত।
শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ সালেক মূহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়াদ্দার আশরাফুল আলম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রমেন্দ্রনাথ রায়, শ্রীপুর থানার এস,আই এমডি মাসুম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, সাংবাদিক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা
৪৩ টি ইভেন্টের এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহন করে।
Reporter Name 

















