মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান।
মাগুরা জেলার দুই উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন দুই কর্মকর্তা। এর মধ্যে মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব আদনান আকিব, এবং শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাবা আসমাউল হুসনা পিংকি।
১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) তাঁরা নিজ নিজ কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
মহম্মদপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব আদনান আকিব মঙ্গলবার অপরাহ্নে পূর্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তার নবাগত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সাবেক সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো তিন বছরেরও অধিক সময় ধরে মহম্মদপুর উপজেলায় অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি সরকার তাঁকে পদোন্নতি দিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ প্রদান করেছেন। আজ মঙ্গলবার অপরাহ্নে তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব আদনান আকিবের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।