মাগুরা পাখি মারার অপরাধে দুই যুবক গ্রেফতার
মহম্মদপুরে ইছামতি বিল থেকে পাখি শিকারের কারণে ২ যুবকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল
মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিলে পাখি শিকারের অভিযোগে দুই যুবককে আটক করেছে মহম্মদপুর থানার নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার বিকালে উক্ত দুই যুবককে আটক করা হয়। আটক যুবকদেরকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের নহাটা তদন্ত কেন্দ্রের এসআই বশির উদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে ইছামতির বিল এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারের সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতার ও দণ্ডিতরা হলেন মাগুরা সদরের তাতীপাড়ার মশিউরের ছেলে ছাব্বির হোসেন (১৯) ও মোল্লা পাড়ার সবুর মোল্লার ছেলে মোঃ ফারুক আহমেদ মাহিম (২২)।
পরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চন্দন কুমার আটককৃতদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন।