মাগুরা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নিসংযোগে ঘটনায় আটক তিন জন
মাগুরা সদর ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মাগুরা জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে দৃঢ় অবস্থান জানান দিয়েছে পুলিশ প্রশাসন।
গত ৬ ডিসেম্বর গভীর রাতে মাগুরা জেলা ভূমি অফিস ও রেজিস্ট্রার অফিসে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে। এতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই বিষয়টি জনমনে উদ্বেগ সৃষ্টি করে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ট্র্যাকিং এবং ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ রবিন শেখ (১৯), মোঃ রায়হান শেখ (২৩) (উভয়ের পিতা ইমরান শেখ, নিজনান্দুয়ালী) এবং হাসিবুল (২০), পিতা মোঃ শাহিস হাসান,বর্তমানে নোমানী ময়দানের পশ্চিম পাশে ভাড়াটিয়া (স্থায়ী ঠিকানা পাঁচবিবি,জয়পুরহাট)।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে,একটি দুষ্কৃতিকারী চক্র পরিকল্পিতভাবে মাগুরা শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
মাগুরা জেলা পুলিশ জানায়,জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।উল্লেখ্য,এ ঘটনায় গত ৬ ডিসেম্বর মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিয়ে আবারও প্রমাণ হলো মাগুরা জেলা পুলিশ তৎপর, প্রযুক্তিনির্ভর এবং আপসহীন।