আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাগুরা জেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী হাজরাতলা আশ্রম প্রাঙ্গণে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এই জনপদের ব্যাপক উন্নয়ন করব এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করব এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলেন্দ্রনাথ কুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিঠুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।