লালমনিরহাটের কালীগঞ্জ পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে পুতে রাখা ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন কালীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, শনিবার ( ৮ ই নভেম্বর ) মধ্যরাতে কালিগঞ্জ থানার এস আই, ( নিরস্ত্র) আব্দুল রহমান সরকার ও তার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় চন্দ্রপুর ইউনিয়নের খামারগাতি মৌজার মাদক ব্যবসায়ী সাবলু মিয়া (৪৮) এর বসতবাড়ি র পিছনের মাটির নিচে পুতে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাজার তিনটি পোটলা রাখা ছিল প্রতিটি পোটলায় পাঁচ কেজি করে বাধা ছিল।
উদ্ধারকিত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃত সাবলু মিয়া মৃত্যু বহর উদ্দিনের ছেলে তিনি কালিগঞ্জ উপজেলা খামারগাতী তানিপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রঞ্জু করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে সমাজ থেকে মাদক নির্মলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।