কলমধারি হাফেজিয়া মাদ্রাসায় কার্পেট বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুরের "ছায়া".
মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি – মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়া'র পঞ্চম আয়োজন।
"মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি"এই স্লোগান'কে সামনে রেখে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন রাজাপুর ইউনিয়নে গড়ে উঠেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়া"
প্রতি বছরের ন্যায় এবছরও আমরা হাতে নিয়েছি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড।ইউনিয়নের রাহাতপুর গ্রামের এক অসহায় বৃদ্ধকে স্বাবলম্বী করার কার্যক্রমের পরে, এবছরের পঞ্চম উদ্যোগ হিসেবে কলমধরি হাফিজিয়া মাদ্রাসায় অসহায় ও এতিম শিশুদের পড়ালেখার পাশাপাশি আরামদায়ক পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে কার্পেট বিতরণ করা হয়েছে।
ছায়া সংগঠন বরাবরের ন্যায় প্রতিশ্রুতিবদ্ধ যে, অসহায় ও এতিম শিশুদের মানবিক পরিবেশকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করে গড়ে তুলবে।
আমাদের মানবিক সেবা ইউনিয়নের প্রতিটি দরিদ্র ও অসহায় ঘরে পৌঁছাবে। এই উদ্যোগকে সফল করতে যারা প্রবাস ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্থ, সময় ও সহযোগিতা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
আমরা আশা করি, "মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি"এই স্লোগান'কে সামনে রেখে ছায়া সংগঠন তার কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এজন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।