
বল হাতে জাদু দেখানোর আগে আইপিএল নিলামে ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারকে দলে নিতে রীতিমতো নিলামের টেবিলে গতকাল লড়াই করেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।
শেষ পর্যন্ত নিলামে জয়ী হয়েছে কলকাতা। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে পায় বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের দল।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ৩ বারের চ্যাম্পিয়নরা মুস্তাফিজকে কিনলেও পুরো মৌসুম পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা আইপিএলের সময় বাংলাদেশে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আসবে।
ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ থাকায় মুস্তাফিজকে কতদিনের জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে তাই আজ জানতে চাওয়া হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের কাছে।
নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করার পর বিসিবি সভাপতি গণমাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয়েছিল পুরো মৌসুমের জন্য ফিজকে ছেড়ে দেওয়া উচিত হবে কিনা। তার জবাবে তিনি বলেছেন, ‘উচিত-অনুচিত, সভাপতি হওয়ায় আমার ভূমিকা আলাদা। মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য।’
মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্স নেবেন বলে জানান আমিনুল।
বোর্ড সভাপতি বলেছেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটল, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নেই এটা অপারেশন্স চিন্তা করবে।’
সে যাই হোক আইপিএল শুরু হতে এখনো ৩ মাসের বেশি সময় বাকি আছে।
২৬ মার্চ শুরু হওয়ার কথা থাকায় কাছাকাছি আসলে মুস্তাফিজের বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। তবে নিলামে গতকাল রেকর্ড গড়েছেন তিনি। তার চেয়ে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারই আইপিএলের ইতিহাসে এত টাকায় বিক্রি হয়নি। নিলাম থেকে বিক্রি হওয়া আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও পেসারকে ৬ লাখ ডলারে (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন মুস্তাফিজ।
নিলাম বাদে হিসাব করা হলে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মুস্তাফিজ। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার কলকাতার খেলোয়াড় হওয়ার আগে সর্বশেষবার বদলি হিসেবে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তখন ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট চলাকালীন নিজের নাম সরিয়ে নেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। অস্ট্রেলিয়ান ব্যাটারের দাম ছিল ৬ কোটি রুপি। সেই দামের হিসেবে ৩ ম্যাচ খেলে টাকা পান মুস্তাফিজ। তাই নিলাম বাদে হিসাব করলে সর্বশেষ আইপিএল ৬ কোটি রুপির খেলোয়াড় ছিলেন মুস্তাফিজ। আইপিএলে কলকাতা তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি।
ছবি এবং সূত্র কালের কণ্ঠ