রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও মোহনপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা শাখা ক্যাবের সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইমলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সহ সভাপতি ও মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকার, সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি আজগর আলী, ক্যাব ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের দপ্তর সম্পাদক রাজিব খাঁন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ক্যাবের প্রচার সম্পাদক আফতাবুল আলম, সদস্য শরিফুল ইসলাম ও আতাউর রহমান পলাশসহ সাংবাদিকবৃন্দরা।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে সকলে মনে করেন। আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।