রাজশাহীর মোহনপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফাহিমা বিনতে আখতার। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসাম, প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন সামিম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী জি এফ হাসানুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, সমবায় কর্মকর্তা আনেসা দেলোয়ারা আনজুম এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নবনিযুক্ত ইউএনও ফাহিমা বিনতে আখতার দায়িত্ব গ্রহণের পর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মোহনপুর উপজেলার জনগণের কল্যাণই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনে আমি সর্বশক্তি নিয়োজিত করব। সকলের সহযোগিতা কামনা করি।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনসহ সব খাতে সমন্বিতভাবে কাজ করে মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।