রাজশাহীর মোহনপুর উপজেলায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে হতে একটি র্যাালি বের হয়। র্যা লি শেষে উপজেলা হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও ও বেগম রোকেয়া দিবস অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনার সভা ও নারী অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার স্বাগত বক্তব রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দার সাগর আহামেদ, মোহনপুর থানার ওসি.এস,এম মঈনুদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজা, সমাজ সেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম, পরে ৪জন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন অতিথি বৃন্দুরা।